SECO

নেট মিটারিং রুফটপ সোলার প্রোগ্রাম

আর্থ-সামাজিক অগ্রগতি ও জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে, রুপকল্প ২০২১ অনুযায়ী দেশের সকল নাগরিককে বিদ্যুৎ সুবিধার আওতায় এনেছে সরকার। সার্বজনীন বিদ্যুৎ সুবিধা প্রদান, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি-৭) অর্জনের জন্য সরকার প্রচলিত জীবাশ্ম জ্বালানির পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি হতে পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদনের জন্য পদক্ষেপ গ্রহণ করছে। নবায়নযোগ্য জ্বালানির প্রধান উৎসগুলো (সৌর শক্তি, হাইড্রো, বায়োগ্যাস, বায়োমাস, জিয়োথারমাল, ওয়েভ এবং টাইডাল এনার্জি)-এর মধ্যে বাংলাদেশের জন্য সবচেয়ে সম্ভাবনাময় উৎস হচ্ছে সৌর শক্তি। কিন্তু প্রতি মেগাওয়াট ইউটিলিটি স্কেল সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য তিন একরের অধিক অকৃষি ভূমির প্রয়োজন হওয়ায় বৃহৎ আকারের সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন দুরূহ। বিকল্প হিসেবে বিদ্যুৎ বিতরণ গ্রিডে সংযুক্ত বিভিন্ন স্থাপনা, যেমন বাসা-বাড়ি, শিল্প কারখানার অব্যবহৃত ছাদে সোলার সিস্টেম স্থাপনের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নেয়া হয়েছে। সরকার এই উদ্দেশ্যে নেট মিটারিং নির্দেশকা – ২০১৮ (২০১৯ সালে সংশোধিত) প্রণয়ন করেছে। প্রি-পেমেন্ট/স্মার্ট মিটারে নেট মিটারিং বাস্তবায়ন সংক্রান্ত পরিপত্র গত ২১ জুন ২০২৩ তারিখে প্রকাশিত হয়। 

নেট মিটারিং কী?

নেট এনার্জি মিটারিং প্রক্রিয়ায় রুফটপে সোলার প্যানেলের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ গ্রাহকের লোডে ব্যবহারের পর অতিরিক্ত বিদ্যুৎ বিতরণ গ্রিডে সরবরাহ করা হয়। Bi-Directional Meter উক্ত সরবাহকৃত বিদ্যুতের হিসাব রাখে। এই রপ্তানিকৃত বিদ্যুৎ প্রতিমাসে আমদানিকৃত বিদ্যুতের সাথে সমন্বয় করা হয়, রপ্তানি বেশি হলে ক্রেডিট হিসেবে জমা হয়। এই পদ্ধতিতে ব্যাটারির প্রয়োজন হয় না বলে সোলার সিস্টেম লাভজনক। তাছাড়া, অর্থ বছর শেষে গ্রিডে জমা রাখা বিদ্যুতের পরিমাণ ব্যবহৃত বিদ্যুতের চেয়ে বেশি হলে সংশ্লিষ্ট ইউটিলিটি নির্ধারিত মূল্যে ওই অতিরিক্ত বিদ্যুতের মূল্য বিদ্যুৎ গ্রাহককে পরিশোধ করবে। এ ধরনের বিদ্যুৎ গ্রাহকের জন্য বিলের ফরম্যাট এর কপি সংযুক্তিতে দ্রষ্টব্য।

আবেদন পদ্ধতি:

আবেদনের ধাপসমূহ

CAPEX মডেল

OPEX মডেল

ওপেক্স চুক্তি সম্পাদন

প্রযোজ্য নয়

নির্দেশিকার পরিশিষ্ট – ৬ অনুযায়ী ওপেক্স বিনিয়োগকারী ও বিদ্যুৎ গ্রাহকের মধ্যে চুক্তি সম্পাদন

আবেদনপত্র দাখিল

বিতরণ ইউটিলিটির সংশ্লিষ্ট অফিসে (যে অফিসের গ্রাহক) নির্দেশিকার পরিশিষ্ট-২ অনুযায়ী আবেদন

বিতরণ ইউটিলিটির সংশ্লিষ্ট অফিসে (যে অফিসের গ্রাহক) নির্দেশিকার পরিশিষ্ট-২ অনুযায়ী আবেদন

ইউটিলিটি কর্তৃক আবেদনের প্রাপ্তি স্বীকার

ইউটিলিটি কর্তৃক আবেদনের প্রাপ্তি স্বীকার

আবেদন মূল্যায়ন

ইউটিলিটি কর্তৃক স্থাপনা, সংযোগ পয়েন্ট, বিতরণ ব্যবস্থার মূল্যায়ন

ইউটিলিটি কর্তৃক স্থাপনা, সংযোগ পয়েন্ট, বিতরণ ব্যবস্থার মূল্যায়ন

মূল্যায়ন সন্তোজনকপূর্বক নবায়নযোগ্য জ্বালানি সিস্টেম স্থাপনের অনুমোদনপত্র প্রদান

মূল্যায়ন সন্তোজনকপূর্বক নবায়নযোগ্য জ্বালানি সিস্টেম স্থাপনের অনুমোদনপত্র প্রদান

সিস্টেম স্থাপন

গ্রাহক নির্ধারিত সময়ের মধ্যে নেট মিটারিং নির্দেশিকা অনুসরণ করে সিস্টেম স্থাপন করবে এবং মূল্যায়নের জন্য ইউটিলিটির নিকট আবেদন জানাবে

গ্রাহক নির্ধারিত সময়ের মধ্যে নেট মিটারিং নির্দেশিকা অনুসরণ করে সিস্টেম স্থাপন করবে এবং মূল্যায়নের জন্য ইউটিলিটির নিকট আবেদন জানাবে

স্থাপিত সিস্টেমের মূল্যায়ন

ইউটিলিটি কর্তৃক সিস্টেম পরিদর্শন ও নির্ধারিত মানদন্ড অনুযায়ী মূল্যায়ন

ইউটিলিটি কর্তৃক সিস্টেম পরিদর্শন ও নির্ধারিত মানদন্ড অনুযায়ী মূল্যায়ন

নির্ধারিত মানদন্ড অনুযায়ী যথার্থতা পাওয়া গেলে ইউটিলিটি কর্তৃক চুক্তি স্বাক্ষরের তারিখ প্রদান

নির্ধারিত মানদন্ড অনুযায়ী যথার্থতা পাওয়া গেলে ইউটিলিটি কর্তৃক চুক্তি স্বাক্ষরের তারিখ প্রদান

চুক্তি স্বাক্ষর

নির্দেশিকার পরিশিষ্ট-৪ অনুযায়ী গ্রাহক ও বিতরণ ইউটিলিটির মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি

নির্দেশিকার পরিশিষ্ট-৪ অনুযায়ী গ্রাহক, বিতরণ ইউটিলিটি ও ওপেক্স বিনিয়োগকারীর মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর। নির্দেশিকার পরিশিষ্ট – ৬ অনুযায়ী ওপেক্স বিনিয়োগকারী ও বিদ্যুৎ গ্রাহকের মধ্যকার দ্বিপাক্ষিক চুক্তিটি, এই ত্রিপাক্ষিক চুক্তির পরিশিষ্ট হিসেবে থাকবে।

 

নেট মিটারিং প্রোগ্রামের জন্য নির্ধারিত বাংলাদেশ স্ট্যান্ডার্ড সমূহ:

ডিজাইন, অপারেশন, রক্ষণাবেক্ষণ এবং পরিবেশগত মানদন্ডের ক্ষেত্রে রুফটপ সোলার পিভি সিস্টেমসহ অন্যান্য নবায়নযোগ্য জ্বালানি সিস্টেমের মূল উপাদানসমূহ সংশ্লিষ্ট জাতীয় মানদন্ডসমূহকে মেনে চলতে হবে। ইতিমধ্যে গ্রাহকদের সুবির্ধাতে সৌর যন্ত্রাংশের বাংলাদেশ স্ট্যান্ডার্ড তৈরি করা হয়েছে। আরো কিছু প্রয়োজনীয় লিংকঃ

 

অনুমোদিত সৌর যন্ত্রাংশ – সোলার মডিউল

অনুমোদিত সৌর যন্ত্রাংশ – গ্রিডটাইড ইনভার্টার – ১

অনুমোদিত সৌর যন্ত্রাংশ – গ্রিডটাইড ইনভার্টার – ৩

 

সোলার ইনভার্টার এবং সোলার মডিউল এর মডেল ভিত্তিক নির্ধারিত BDS মান BSTI কর্তৃক যাচাইয়ের মাধ্যমে অনুমোদিত তালিকা প্রদান করা হচ্ছে। তালিকায় বিদ্যমান কোন আইটেমের জন্য পৃথকভাবে কমপ্লায়েন্স সার্টিফিকেটের প্রয়োজন নেই। সিস্টেম স্থাপনকারীকে অনুমোদিত যত্রাংশ দিয়ে সিস্টেম ডিজাইন করতে হবে অথবা নতুন যন্ত্রাংশের ক্ষেত্রে অনুমোদন প্রক্রিয়া অনুসরণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

 

স্থাপিত নেট মিটারিং রুফটপ সোলারের পরিসংখ্যান এবং নমুনা চিত্র:

নেট মিটারিং নির্দেশিকা-২০১৮ প্রকাশের পর তা গ্রাহক পর্যায়ে সাড়া ফেলতে সক্ষম হয়েছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে CAPEX/OPEX Model এ নেট মিটারিং রুফটপ সোলার সিস্টেম স্থাপিত হয়েছে। এর পূর্ন পরিসংখ্যান জাতীয় নবায়নযোগ্য জ্বালানি ডাটাবেইজের ইন্সটলড নেট মিটারিং সিস্টেম পেইজে পাওয়া যাবে। স্থাপিত সিস্টেমগুলোর তালিকা এবং ম্যাপে অবস্থান দেখতে সংযুক্ত লিংকগুলোর ওয়েবপেজে ভিজিট করতে হবে। তাছাড়া দেশে সোলার সিস্টেম নিয়ে কাজ করছে এরূপ প্রতিষ্ঠানের তালিকা পাওয়া যাবে স্রেডা’র স্টেকহোল্ডার ডাটাবেজে।

 

  • নেট মিটারিং এর প্রসারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা আয়োজন করা হচ্ছে;
  • বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নেট মিটারিং সিস্টেম স্থাপনের জন্য সম্ভ্যাবতা যাচাইয়ের কার্যক্রম অব্যাহত রয়েছে;
  • পূর্বে যেসকল রুফটপ সোলার সিস্টেম স্থাপন করা হয়েছিল, তাদের নেট মিটারিং সিস্টেমে রূপান্তরের নিমিত্তে উদ্যোগ গ্রহণ;
  • নেট মিটারিং গ্রাহকদের সুবিধার জন্য স্রেডার সহায়তায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (BERC) কর্তৃক নতুন বিলিং ফর্ম্যাট প্রণয়ন;
  • নেট মিটারিং রুফটপ সোলার প্রোগ্রামের বাণিজ্যিক মডেল উন্নয়ন;
  • বিএসটিআই কর্তৃক সোলার যন্ত্রাংশের এর বাংলাদেশ স্ট্যান্ডার্ড মানমাত্রা যাচাইয়ের মাধ্যমে বাস্তবায়ন কার্যক্রমে সহায়তা প্রদান;
  • সরকারী প্রতিষ্ঠানের অব্যবহৃত জায়গায় নেট মিটারিং রুফটপ সোলার ও অন্যান্য নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প গ্রহণে সহায়তা প্রদান;
  • প্রিপেইড মিটারিং সিস্টেমে নেট মিটারিং রুফটপ সোলার বাস্তবায়নের কারিগরী সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ।